সৈনিক পদে নিয়োগ
৳15,000 TK
বাংলাদেশ সেনাবাহিনী
শর্ত সাপেক্ষে ২৭টি জব ক্যাটাগরিতে ৮৩ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য ঢাকা ওয়াসা আহবান করেছে।
ঢাকা ওয়াসা চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
ঢাকা ওয়াসা নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।
ঢাকা ওয়াসা চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ঢাকা ওয়াসা চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।
ঢাকা ওয়াসা নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। ঢাকা ওয়াসা চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://erecruitmentdwasa.org/ প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।
ঢাকা ওয়াসা চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে ক্রমিক নাম্বার ১ থেকে ১৬ পর্যন্ত ২২৪/- (দুইশত চব্বিশ), টাকা, ক্রমিক নাম্বার- ১৭ থেকে ২৪ পর্যন্ত ১১২/- (একশত বার) টাকা এবং ২৫ হইতে ২৭ পর্যন্ত ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (ভ্যাট-ট্যাক্সসহ) ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করা লাগবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করিতে হইবে)।
কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত ঢাকা ওয়াসা চাকরির আবেদন সম্পন্ন হবে না। আমরা আরো ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।